
*সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ* সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭২ সালের ১৫ মার্চ প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি সুরমা নদীর তীরে গড়ে ওঠে। প্রতিষ্ঠার পেছনে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের ভূমিকা ছিল অনস্বীকার্য।
প্রতিষ্ঠার পটভূমি
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রয়াসে গাজীনগর গ্রামের জনাব আব্দুল কাহার, মুক্তিযোদ্ধা জনাব দিলোয়ার মিয়া (জিলা মিয়া) এবং জনাব জগন্ধু সাহেবের উদ্যোগে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠিত হয়। তাঁদের ভূমি দান এবং এলাকাবাসীর আর্থিক ও অন্যান্য সহযোগিতায় প্রতিষ্ঠানটি গড়ে ওঠে।
প্রতিষ্ঠানটির অগ্রগতি
প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে শিক্ষাদান করে আসছে। বর্তমানে এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদান করে। বাংলা মাধ্যমে পরিচালিত এই প্রতিষ্ঠানটি সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয় এবং এমপিওভুক্ত হয়।