অধ্যক্ষের বাণী

উচ্চ বিদ্যালয় ও কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যার ভিত্তি স্থাপিত হয় ১৯৭২ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে। ২০১৫ সালে কলেজ শাখা সংযুক্ত হওয়ার মাধ্যমে এটি একটি পূর্ণাঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়। শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া বাজারে অবস্থিত এই প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আমাদের লক্ষ্য হলো—শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম এবং মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলা। এ প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক, কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তি এই লক্ষ্য অর্জনে আন্তরিকভাবে নিয়োজিত।

আমি শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি—সবার সহযোগিতায় সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ আগামী দিনে আরও গৌরবময় অবস্থানে পৌঁছাবে।

*- অধ্যক্ষ*
*সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ*
*পাথারিয়া, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ*