
সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যার যাত্রা শুরু হয় ১৯৭২ সালে একটি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ২০১৫ সালে কলেজ শাখা যুক্ত হওয়ার মাধ্যমে এটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নেয়। শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র পাথারিয়া বাজারে অবস্থিত এই প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
আমরা গর্বিত যে এই প্রতিষ্ঠান থেকে বহু শিক্ষার্থী জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, মানবিক গুণাবলি ও নেতৃত্বদানের ক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
আমি এই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং সকলের সহযোগিতা কামনা করি যেন আমরা এই প্রতিষ্ঠানকে আরও উচ্চতর মানে পৌঁছে দিতে পারি।
*- সভাপতি*
*সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ*
*পাথারিয়া, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ*